কোমলপানীয় খেয়ে মৃত্যু!



লাশরাজধানীর উত্তরখানে স্ত্রীর দেওয়া কোমলপানীয় খেয়ে স্বামী মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। মৃতের নাম কামাল উদ্দিন (৪০)। সোমবার (৩ সেপ্টেম্বর) এ ঘট্না ঘটে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কামালের বাবার নাম মৃত আলাউদ্দিন। তিনি উত্তরখানের কুড়িপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।

কামালের মা সাকিরন নেসার বরাত দিয়ে উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান আকন্দ জানান, ‘সোমবার রাতে স্ত্রী সুমী আকতার কামালকে কোমলপানীয় কোকাকোলা খেতে দেন। কামাল তখন তা খান। স্ত্রীও সামান্য খান। পরে কামাল অসুস্থ হয়ে পড়লে তাকে আব্দুল্লাহপুরের আইচি হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

মনিরুজ্জামান আকন্দ জানান, মঙ্গলবার সকালে আব্দুল্লাহপুরের আইচি হাসপাতালের আইসিইউ থেকে কামালের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘ওই হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কামাল উদ্দিনের মৃত্যুর সনদপত্রে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেছেন, ‘আননোন পয়জনিংয়ে তার মৃত্যু হয়েছে।’