ব্রিটিশ পার্লামেন্টে বাংলা‌দেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত





IMG-20180908-WA0003

ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যালায়েন্সের ব্যানা‌রে লন্ডনের হাউজ অফ কমন্সে বাংলা‌দেশ বিষয়ক সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সে‌মিনারে বিএন‌পি ও সমমনা কিছু রাজনী‌তিক উপ‌স্থিত থাক‌লেও আওয়ামী লী‌গের কোনও নেত‌াকর্মী উপ‌স্থিত ছি‌লেন না।
গত বৃহস্পতিবার (৬ সে‌প্টেম্বর) রা‌তে সংগঠনের সভাপতি বারিস্টার আফজাল জামি সৈয়দ আলীর সভাপতিত্বে ও প্রধান উপ‌দেষ্টা মুজাক্কির আলীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি ফয়জুন নূর।
অনুষ্ঠানে আমন্ত্রিত ছি‌লেন ব্রিটেনের সরকার দলীয় হুইপ এবং লর্ড চেম্বারলাইন অ্যান্ড্রু স্টিফেনসন এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লর্ড কোরবান হোসাইন, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ার বব ব্লাকমান এমপি, পল স্কালি এমপি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সাউথ এশিয়া ডিরেক্টর আব্বাস ফাইজ, ভয়েস ফর জাস্টিসের ড. হাসনাত হোসাইন, ইমাম আজমল মাসরুর, বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, শামা ওবায়েদ, এম এ মালেক, শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোর্শেদ, মেজর (অব.) সিদ্দিক, আবরার ইলিয়াস প্রমুখ।
‌শনিবার (৮ সেপ্টেম্বর) সংগঠ‌নের সেক্রেটারি ফয়জুন নূর জানান, সে‌মিনারে বক্তাদের দেওয়া বক্তব্যের সারমর্ম হলো, এখনই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলা যাবে না। তবে ব্যর্থ রাষ্ট্রের প্রধান বৈশিষ্টগুলো প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশ টিকে আছে তার প্রধান কারণ এর সর্বংসহা জনগণ।

আব্বাস ফাইজ বলেন, ‘রাজনীতি নিরপেক্ষ থেকেও এ কথা নিঃসংশয়ে বলা যায় বিচারবিভাগ স্বাধীন নয় এবং বেগম জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ন্যায়ভ্রষ্ট।’