১৬ পুলিশ সুপারকে বদলি

 



পুলিশবাংলাদেশ পুলিশের ১৬ জন পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। রবিবার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা (রাষ্ট্রপতির আদেশক্রমে) প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার এসএম তানভরি আরাফাতকে কুষ্টিয়ার পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসানকে সিএমপির উপ-কমিশনার, ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সিএমপির উপ-কমিশনার, পুলিশ সদর দফতরের এআইজি মো. হাসানুজ্জামানকে ঝিনাইদহের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদকে এসবির বিশেষ পুলিশ সুপার, খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খানকে শিল্পাঞ্চলের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে হবিগঞ্জের পুলিশ সুপার, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে পুলিশ সদর দফতরের এআইজি, পিবিআইর পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীনকে বগুড়া চতুর্থ এপিবিএন-এর অধিনায়ক (পুলিশ সুপার), বগুড়া চতুর্থ এপিবিএন-এর অধিনায়ক মোহাম্মদ আবদুর রহিমকে খাগড়াছড়ি ষষ্ঠ এপিবিএন-এর অধিনায়ক, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আবদুর রহমান খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপ-কমিশনার মাসুদ হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার ও কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

https://mhapsd.portal.gov.bd/sites/default/files/files/mhapsd.portal.gov.bd/notices/f0294f81_b970_43e3_8955_045c920b3f9e/5550001.pdf