ইউজিসি স্বর্ণপদক পাচ্ছেন ৩৫ গবেষক

ইউজিসিউচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদানের জন্য দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বর্ণপদক পাচ্ছেন। ২০১৬ সালের ১৭ জন এবং ২০১৭ সালের ১৮ জনসহ মোট ৩৫ শিক্ষককে এ স্বর্ণপদক দেওয়া হবে।
আগামী মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে পদক তুলে দেবেন।
ইউজিসি জানায়, ১৯৮০ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চশিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনায় উৎসাহ প্রদানের জন্য ‘ইউজিসি অ্যাওয়ার্ড’(বর্তমানে ইউজিসি স্বর্ণপদক) প্রবর্তন করা হয়। নির্বাচিত শিক্ষকদের প্রত্যেককে সনদ ও স্বর্ণপদকসহ পুস্তকের জন্য ৫০ হাজার টাকা এবং প্রবন্ধের জন্য ৩০ হাজার টাকা সম্মানী হিসেবে দেওয়া হবে।
ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব গবেষণা, প্রকাশনা ও বই দেশকে এগিয়ে নিতে অবদান রাখবে সেগুলো যাচাই-বাছাই কমিটির মাধ্যমে নির্বাচিত করে প্রতি বছর গবেষকদের পুরস্কারের জন্য মনোনীত করা হয়। এবার ২০১৬ সালের ১৭ জন এবং ২০১৭ সালের ১৮ জন মোট ৩৫ জন শিক্ষক পুরস্কার পেতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘এবার বেসরকারি ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই জন, এশিয়া প্যাসিফিকের একজন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ৩৫ জন গবেষক এই পদক পাচ্ছেন।’