‘সাইফুর রহমান ছিলেন উন্নয়নের রাজনীতির কবি’





111

এম সাইফুর রহমান বাংলাদেশের উন্নয়নের রাজনীতির এক দিকপাল। তিনি ছিলেন উন্নয়নের রাজনীতির কবি। তার রাজনীতির মূল লক্ষ্য ছিল আর্থসামাজিক উন্নয়ন, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন। সিলেটের চার জেলার উন্নয়নে তার অবদান সিলেটবাসী কৃতজ্ঞতায় স্মরণ করেন। বাংলাদেশ আরও বহুকাল এম সাইফুর রহমানকে স্মরণ রাখবে তার কর্মের জন্য।
প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লন্ডনে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
সোমবার (১০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশি কমিউনিটি যুক্তরাজ্যর ব্যানারে লন্ডনের একটি হলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে ও মো. অদুদ আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী প্রমুখ।
আলোচনাসভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহমেদ আলী।
এ সভার মূল আয়োজক ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি মো. অদুদ আলম।