সিলেটে হকার পুনর্বাসনে লন্ডনের অভিজ্ঞতা কাজে লাগাতে চান মেয়র আরিফ





অস্থায়ী মার্কেট ঘুরে দেখছেন মেয়র আরিফ

পারিবারিক কারণে লন্ডনে এসেছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। তবে এর মধ্যেও সময় দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের; কুশল বিনিময় করছেন তাদের সঙ্গে। এর পাশাপাশি গত রবিবার ও সোমবার লন্ডনের বিভিন্ন অস্থায়ী মার্কেট ঘুরে দেখেছেন তিনি। উদ্দেশ্য, সিলেটের যানজট সমস্যা এড়িয়ে কীভাবে হকারদের পুনর্বাসন করা যায় সে সম্পর্কে ধারণা নেওয়া।


মেয়র আরিফ জানান, সিলেটের যানজট সমস্যাকে এড়িয়ে কীভাবে হকারদের পুনর্বাসন করা যায় সে সম্পর্কে ধারণা নিতেই তিনি মার্কেটগুলো ঘুরে দেখেছেন।
তিনি বলেন, ‘লন্ডনে বিক্রেতারা ট্রাক বা ভ্যানে করে নির্ধারিত স্থানে অস্থায়ী দোকান বসাচ্ছেন। এ জায়গাও প্রতিটি কাউন্সিল থেকে বরাদ্ধ নেওয়া। বিকেল বেলা নির্ধারিত সময়ের আগেই দোকানিরা অস্থায়ী দোকান কেবল গুটিয়েই নিচ্ছেন না, স্থানটি নিজেরা পরিচ্ছন্নও করে দিচ্ছেন। কাউন্সিলের কর্মকর্তারাও দেখলাম তদারকি করছেন।’