তুলির ‘স্টেট অব মাইন্ড’

নাসির আলী মামুনের সঙ্গে মাহমুদ তুলি (ছবি: সংগৃহীত)দেয়াল থেকে দেয়ালে ২০১৪ সাল থেকে ২০১৮। এই সময়ের মধ্যে তরুণ আলোকচিত্রী মাহমুদা তুলি তার ক্যামেরার চোখ দিয়ে খুঁজে বেড়িয়েছেন মানবজীবনের সঙ্গে সম্পৃক্ত নানান বিষয়। তুলেছেন ছবির পর ছবি। সেগুলো থেকে বাছাই করে ২৯টি ছবি নিয়ে মোহাম্মদপুরের কলাকেন্দ্রে চলছে ‘স্টেট অব মাইন্ড’। এটাই তুলির একক আলোকচিত্র প্রদর্শনীর শিরোনাম।

গত ৭ আগস্ট সন্ধ্যায় উদ্বোধনী আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি ক্যামেরার কবি নাসির আলী মামুন।

‘স্টেট অব মাইন্ড’ প্রসঙ্গে মাহমুদা তুলি বলেন, ‘এসব ছবি ২০১৪’র দিকে আত্ম-প্রতিকৃতি সিরিজ হিসেবে শুরু হয়েছিল। গত চার বছর ছবি তুলছি সেসবের, যা আমাকে ভাবায় ও আমার জীবনের সঙ্গে সম্পর্কিত। স্টুডিওতে কিংবা বাইরে তোলা, দুই ছবির ক্ষেত্রেই এটি সমান্তরালভাবে ঘটেছে। এই সিরিজের মাধ্যমে রঙ, বস্তু আর গতি ব্যবহার করে নিজের নানাবিধ প্রচ্ছায়া ধরার চেষ্টা করেছি।’

সবার জন্য উন্মুক্ত ‘স্টেট অব মাইন্ড’ প্রদর্শনী চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা।