কবি পারভীন রেজার ‘অন্য রকম বেঁচে থাকা’ অ্যালবামের মোড়ক উন্মোচন

‘অন্য রকম বেঁচে থাকা’ আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানআওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমের স্ত্রী কবি পারভীন রেজার কবিতাগুচ্ছ নিয়ে ‘অন্য রকম বেঁচে থাকা’ নামে একটি আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে প্রকাশনা সংস্থা আবৃত্তি মেলার ব্যানারে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি আহমেদ সোহেল,বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি এস এম মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, অ্যাডভোকেট এম কে রহমানসহ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সাধারণ আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাস গুপ্ত।
অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে কবি পারভীন রেজা বলেন, ‘নিজেকে সবসময়ই অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করি। সে প্রয়াস নিয়ে আমার কবিতাগুচ্ছ থেকে এমন একটি অ্যালবাম প্রকাশে আমি সত্যিই খুব আনন্দিত। আগামী দিনগুলোতেও এ ধরনের ভিন্ন প্রয়াস নিয়ে কাজ করার ইচ্ছা অব্যাহত রাখবো।’
সিনিয়র অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম বলেন, ‘রাজনীতির কোলাহল, হানাহানি, ব্যক্তিগত জীবনে বড় হওয়ার অসুস্থ প্রতিযোগিতা, সমাজ জীবন থেকে নৈতিকতা এবং মূল্যবোধকে প্রচণ্ডভাবে ক্ষয়িষ্ণুতার দিকে নিয়ে যাচ্ছে। সে কারণেই বলগাহীন অবক্ষয়ের স্রোতে আমরা ভেসে চলেছি। কাব্যের কথা যখন বলা হয়, কবিতার কথা যখন বলা হয়, তার মধ্য থেকে নির্মল একটি নির্যাস বেড়িয়ে আসে। সেই নির্যাসে আমাদের পাপাচার, আমাদের সংকীর্ণতা, আমাদের হীনমন্যতা যদি ধুয়ে ফেলতে পারে, তবে সেখানেই স্বার্থক হয় কবিতা।’
আওয়ামী লীগের আইন সম্পাদক তার স্ত্রীর প্রসঙ্গে বলেন, ‘আমার সহধর্মিণী আমার সঙ্গে দাম্পত্য জীবনের ৩৫ বছরের ঊর্ধ্বে সময় পার করেছে। দীর্ঘ এই বন্ধনে আমাদের সম্পর্কের প্রগাঢ়তা এমন যে, তা থেকে আমরা কখনও বিচ্ছিন্ন হইনি। তার কাব্য রচনার ক্ষেত্রে নিরলস প্রাণবন্ত প্রচেষ্টা অত্যন্ত নিজেরই। কখনও কখনও বাধার সম্মখীন হয়েছেন। একটি সংসারের সব প্রতিকূলতা ভেদ করে তাকে লিখতে হয়েছে। তবে তার কবিতা সম্পর্কে মূল্যায়ন করার এখতিয়ার আমার নেই। এটা বলতে পারি, শত প্রতিকূলতা অতিক্রম করে লিখতে পারার মাঝে তার অপার যে ধৈর্য রয়েছে, এই  ধৈর্য তাকে বিকশিত করবে। তাই সাংসারিক শত প্রতিকূলতা কাটিয়ে তার অবদানের কারণে আমি তার কাছে কৃতজ্ঞ।’

এরপর নিজেদের মায়ের সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন ছেলে তানভির করিম রাসেল ও মেয়ে সাদিয়া করিম স্নীগ্ধা।  

অনুষ্ঠানে কবি পারভীন রেজার প্রকাশিত অ্যালবাম থেকে কবিতা পাঠ করেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নীল ও মাহিদুল ইসলাম।