মোহাম্মদপুরে চার হাসপাতাল সিলগালা, ১৭ লাখ টাকা জরিমানা





মেয়াদোত্তীর্ণ ওষুধরাজধানীর মোহাম্মদপুরে হাইকোর্টের নির্দেশে ১৪টি হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি হাসপাতাল সিলগালাসহ ছয়টি হাসপাতালকে ১৭ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই অভিযানে সিলগালা ও জরিমানা করা হয়।


হাসপাতালে ভ্রম্যমাণ আদালতের অভিযানর‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বিডিএম হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারকে পাঁচ লাখ টাকা, নবাব সিরাজ উদ-দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালকে চার লাখ পাঁচ হাজার টাকা জরিমানা ও সিলগালা, ফেয়ার ল্যাব লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা ও সিলগালা, জনসেবা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা, লাইফ কেয়ার নার্সিং হোস একলাখ টাকা জরিমানা ও সিলগালা, শেফা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।