পুরস্কৃত হলেন ঢাকা রেঞ্জের ৩৩ পুলিশ সদস্য

একজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে

আগস্ট মাসে ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন ৩৩ পুলিশ সদস্য। এর মধ্যে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম ওই রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার এবং মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহা. হাফিজুর রহমান ওই রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন।

গত ১৮ সেপ্টেম্বর ঢাকা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদের পুরস্কৃত করা হয়। ওই সভায় জানানো হয়, আগস্টে মাসে ঢাকা রেঞ্জে ৩২৮২টি মামলা দায়ের হয়েছে। জুলাইয়ে দায়ের হয়েছিল জুলাইয়ে মামলা দায়ের হয়েছিল ৩৯০৫টি এবং ২০১৭ সালের আগস্টে মামলা দায়ের হয়েছিল ৩৭১২টি। আগস্টে মাদক মামলা দায়ের হয়েছে ১৭২৫টি। জুলাইয়ে মাদক মামলা দায়ের হয়েছিল ২৩৪৮টি এবং ২০১৭ সালের আগস্টে দায়ের হয়েছিল ২১৫৫টি। এ ছাড়া, আগস্টে অস্ত্র উদ্ধার সংক্রান্ত মামলা হয়েছে ২৭টি।

ঢাকা রেঞ্জ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আগস্ট মাসে ডাকাতি ও দস্যুতা মামলা বৃদ্ধি এবং নারী নির্যাতন, শিশু নির্যাতন ও অপহরণ মামলা হ্রাস পেয়েছে। ডাকাতি মামলা বৃদ্ধি পেলেও অধিকাংশ মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। জুলাইয়ের তুলনায় আগস্ট ৬১৯টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি হয়েছে।

সভায় ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, ‘মাদক বিপণনে জড়িত ব্যক্তিদের শনাক্তপূর্বক গ্রেফতার করতে এবং জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য গোয়েন্দা তথ্য সংগ্রহপূর্বক জঙ্গিবিরোধী চলমান অভিযান কার্যক্রম অব্যাহত রাখতে হবে।’ তিনি সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দেন।

একইসঙ্গে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের ধন্যবাদ জানান ঢাকা রেঞ্জের ডিআইজি।