জেনেভায় ফ্যাটি লিভার সম্মেলন আজ

 

42099800_491840677989262_3186633960016838656_nসুইজারল্যান্ডের জেনেভায় আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ফ্যাটিলিভার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন- এনএএফএলডি সামিট-২০১৮। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দি লিভারের (ইএএসআই)

উদ্যোগে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উন্নত বিশ্বসহ সারা পৃথিবীতে এক চতুর্থাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। ফ্যাটি লিভারজনিত লিভার সিরোসিসের হার ক্রমাগত বাড়ার প্রেক্ষাপটে ইইউভুক্ত দেশের লিভার বিশেষজ্ঞদের সংগঠন- ইএএসএল এই সম্মেলেনের উদ্যোগ নিয়েছে। এতে ফ্যাটি লিভারের কারণ, প্রতিরোধ-প্রতিকার ও চিকিৎসা বিষয়ে পৃথিবীর শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন 'ফ্যাটি লিভার স্টাডি গ্রুপ' বাংলাদেশের মুখ্য গবেষক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।