পাইলট নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমানের চিফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরী ও ফার্স্ট অফিসার মুনজেরিন রায়ান (ছবি: সাজ্জাদ হোসেন চৌধুরী)ক্যাডেট পাইলট নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বহরে বিমানের সংখ্যা ও ফ্লাইট বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় আকাশসেবা প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে প্রায় ৩০ জন পাইলট নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে ও বাণিজ্যিক পাইলট লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীদের মধ্যে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাডেট পাইলট হিসেবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের জীবনবৃত্তান্ত, ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে আগামী ৮ অক্টোবরের মধ্যে।

নিয়োগপ্রাপ্ত ক্যাডেট পাইলটদের বাংলাদেশ এয়ারলাইন্স টেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে ফার্স্ট অফিসার হিসেবে কাজে যোগ দেবেন তারা। 

এ প্রসঙ্গে বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বহরে বিমানের সংখ্যা বেড়েছে। সামনে আরও বিমান আসবে। একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে ফ্লাইটের সংখ্যা। তাই নতুনভাবে পাইলট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’