ব্যবহারকারী ও চালকের জন্য ইন্স্যুরেন্স চালু করলো ‘পাঠাও’





৬৬৬ব্যবহারকারী ও চালকদের জন্য ইন্স্যুরেন্স সার্ভিস চালু করলো রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও বাংলাদেশ। ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি সই করেছে তারা। পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছেন, চারটি টার্মে ইন্স্যুরেন্স সেবাটি ভাগ করা হয়েছে। এরমধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যুর পর বেনিফিট, দুর্ঘটনায় আহত হয়ে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়া, দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যু হলে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যাবে। এই ইন্স্যুরেন্সের আওতায় ক্ষতিপূরণ হিসেবে ২৫ হাজার থেকে এক লাখ টাকা রয়েছে। চালক ও ব্যবহারকারী উভয়ই এই ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

পাঠাওয়ের সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, ‘এই প্লাটফর্ম ব্যবহারকারী সবার জন্য বিশ্বস্ত ও নিরাপদ সেবা দেওয়াই পাঠাওয়ের লক্ষ্য। আমাদের মুভিং সেফলি প্রতিজ্ঞার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।’