দুদকে হাজির হননি ডিআইজি মিজান ও তার স্ত্রী

ডিআইজি মিজানুর রহমান (ফাইল ফটো)

দুর্নীতি দমন কমিশনে (দুদক) রবিবার হাজির হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আসেননি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না। একইসঙ্গে তারা সময় চেয়ে আবেদন করেছেন।

রবিবার (৩০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীর পাঠানো এক নোটিশে মিজানুর রহমান ও তার স্ত্রীকে রবিবার তলব করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অসুস্থতার কথা জানিয়ে তারা আজকে আসেননি। সময়ের আবেদন করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, ডিআইজি মিজানের প্রায় কোটি টাকারও বেশি সম্পদের খোঁজ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে ডিআইজি মিজানের নামে ৪৬ লাখ ৩২ হাজার ১৯১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ এবং তার স্ত্রীর নামে ৭২ লাখ ৯০ হাজার ৯৫২ টাকার সম্পদ পাওয়া গেছে, যা প্রকৃত আয় ও হিসাবের সঙ্গে অসঙ্গিতপূর্ণ।

এছাড়াও মিজানের ছোট ভাই মাহবুবুর রহমান স্বপন ও ভাগ্নে পুলিশের এসআই মাহামুদুল হাসানের নামেও প্রচুর সম্পদের খোঁজ পাওয়া গেছে। মিজানই এসব সম্পদের প্রকৃত মালিক বলে ধারণা দুদকের।

এর আগে গত ৩ মে প্রথম দফায় প্রায় সাত ঘণ্টা ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।