‘চেইন’ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫






আটকএকে একে চারজনকে আটকের পর পঞ্চমজনের কাছে পাওয়া গেছে ১০ হাজার পিস ইয়াবা। রাজধানীর বাসাবোতে বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে 'চেইন' ধরে অভিযান চালিয়ে মধ্যরাতে আবুল কালামসহ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।
আটক পাঁচজনের মধ্যে বাসাবোর উত্তর মুগদা মদিনাবাগ ওয়াসা রোডের আট তলা ভবনের চার তলা থেকে আটক আবুল কালামকে ‘গড ফাদার’ বলছেন অধিদফতরের কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সহকারী পরিচালক (ঢাকা মেট্টো উপ অঞ্চল) মোহাম্মদ খোরশিদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যা থেকে অভিযান পরিচালনা করছি। একে একে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তাদের ফেস করিয়ে পঞ্চমবারের সময় আবুল কালামকে আটক করা হয়েছে। ১০ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে তার বাসা থেকে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।’
মাদক ব্যবসায়ীদের 'চেইন' ধরে আটক করা হয়েছে বলে জানান খোরশিদ আলম। তিনি বলেন, 'হাতেনাতে ধরার জন্য এদের চেইন ধরে এগোতে হয়েছে। প্রথমে আমরা ছয় পিস, ১০০, ২০০, এক হাজার ৫০০, ফাইনালি কালামের কাছে ১০ হাজার পিস ইয়াবা পেয়েছি। অভিযান অব্যাহত রয়েছে।’