চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে টানা ৩ দিনের অবস্থান কর্মসূচি

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে অবস্থানসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে টানা তিন দিন শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। আগামী ১৮ অক্টোবর বিকাল থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই অবস্থান পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তা ইমতিয়াজ হোসেন। শনিবার (১৩ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান তিনি।

ইমতিয়াজ হোসেন বলেন, ‘দুই বার সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ করলেও, আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। এই দাবিতে আমরা আজকেও শাহবাগে অবস্থান নিয়েছিলাম। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের মতো শেষ করেছি। কিন্তু আগামী ১৮ অক্টোবর থেকে টানা তিন দিন অবস্থান নিবো শাহবাগে।’

এর আগে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর পর শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাত ৯টা পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এর আগে একই স্থানে অবস্থান নিয়ে সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে প্রতিবন্ধীরা ও ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল।

আরও পড়ুন...

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবিতে শাহবাগে অবস্থান