ফেসবুকে পোস্ট শেয়ারের দায়ে লন্ডনে বাঙালি কাউন্সিলর সাসপেন্ড





মোহাম্মদ পাপ্পুফেসবুকে পোস্ট শেয়ার করায় লেবার পার্টি থেকে সাসপেন্ড হয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ পাপ্পু। তিনি বারার ব্ল্যাকওয়েল ও কিউবিট এলাকা থেকে চলতি বছর কাউন্সিলর নির্বাচিত হন। পরে তিনি কাউন্সিলের গ্রান্টস সিকিউরিটি সাব কমিটির ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পান।
নাইন-ইলেভেন, প্যারিস ও লন্ডনে সন্ত্রাসী হামলার জন্য ইসরাইলকে দায়ী করা হয়েছে— এমন একটি পোস্ট সম্প্রতি তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। এর জেরে লেবার পার্টির কেন্দ্রীয় সিদ্বান্তে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। এবং এ-সংক্রান্ত তদন্তও শুরু করে লেবার পার্টি।
টাওয়ার হ্যামলেটসের মেয়র রবিবার (১৪ অক্টোবর) এ ব্যাপারে বলেন, ‘লেবার পার্টির একজন সদস্য হিসেবে কাউন্সিলর পাপ্পুর এ ধরনের পোস্ট অগ্রহণযোগ্য। তবে পাপ্পু এ ঘটনায় অনুতপ্ত। তিনি এরই মধ্যে কাউন্সিলের কেবিনেট পদ থেকে পদত্যাগ করেছেন।’
কাউন্সিলর পাপ্পু দল থেকে সাসপেন্ড হলেও নিয়ম অনুসারে স্বতন্ত্র কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বলে জানান তিনি।
এ ব্যাপারে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে কাউন্সিলর পাপ্পুর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।