চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান




প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিচাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে টানা তিন দিন শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

সংগঠনটির উদ্যোক্তা ইমতিয়াজ হোসেন জানান, পূজার নিরাপত্তার কারণে এবং দুর্ভোগ যাতে না সৃষ্টি হয় এজন্য প্রশাসনের অনুরোধে শাহবাগ ছেড়ে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি। আমাদের এই কর্মসূচি প্রতিদিন বিকাল পর্যন্ত চলবে। আমরা খণ্ড খণ্ড অবস্থান নিয়ে আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই।

ইমতিয়াজ হোসেন বলেন, ‘দুই বার সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার সুপারিশ করলেও, আজ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। এই দাবিতে আমরা এর আগেও শাহবাগে অবস্থান নিয়েছিলাম।’

এর আগে একই দাবিতে শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। রাত ৯টা পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।