কড়াইল বস্তিতে সরকারি-বেসরকারি উদ্যোগে সড়ক নির্মাণ





44265559_708530816196595_3628918065682448384_n

রাজধানীর কড়াইল বস্তি এলাকার আদর্শ নগরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), বেসকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এবং স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে ৮৩০ ফুট সড়ক নির্মাণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সড়কটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এ সময় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা জামাল বলেন, স্থানীয় বাসিন্দারা সহ সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সবার যথার্থ সমন্বয় নিশ্চিত করা সম্ভব হলে নগরীর যে কোনও সমস্যা সহজেই সমাধান করা সম্ভব।
এ সময় উপস্থিত ব্র্যাকের পরিচালক আসিফ সালেহ বলেন, ‘যেকোনও দুর্যোগে ব্র্যাক সব সময় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।’ সবার সমন্বয়ে অর্জিত উন্নয়নই টেকসই উন্নয়ন মন্তব্য করে তিনি নাগরিক সমস্যার সামাধানে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ পর্যন্ত কড়াইল বস্তিতে পাঁচ বার আগুন লেগেছে। এর মধ্যে ২০১৭ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে ঢুকতে অনেক সমস্যা হয়। এর পরিপ্রেক্ষিতে এই সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
শুধু অবকাঠামোগত উন্নয়ই নয়, ব্র্যাক কড়াইলবাসীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বলেও জানান নগর উন্নয়ন কর্মসূচির প্রধান হাসিনা মোশরফা।