স্বামীকে ডাক্তার দেখাতে নেওয়ার সময় বাসচাপায় স্ত্রী নিহত

স্বামী অসুস্থ। তাই ছোট্ট সন্তানসহ তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন রুমা আক্তার (২৬)। কিন্তু, বেপরোয়া বাস তাকে আর রাস্তা পার হতে দিলো না।  শনিবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় পিষ্ট হয়ে গুরুতর আহত তিনি।  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

রুমার স্বামীর নাম লিটন সরকার ও শিশু সন্তানের নাম লামিয়া (৩)। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।  এ ঘটনায় এক মোটরসাইকেলচালকও সামান্য আহত হয়েছেন।

নিহতের স্বামী লিটন সরকার জানান, সুনামগঞ্জ ধর্মপাশা উপজেলার তাদের গ্রামের বাড়ি। বর্তমানে তারা মিরপুরের মধ্যপাইকপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকেন। কয়েকদিন ধরে তিনি অসুস্থ। তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোহাম্মদপুর হুমায়ুন রোড এলাকায় এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় মিরপুরগামী একটি বাস তার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।  রুমাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ঢামেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।