নিরাপদ সড়কের জন্য রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার চায় যাত্রী কল্যাণ সমিতি

নিরাপদ সড়কের জন্য দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে অঙ্গীকার চেয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আগামী দিনে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় কী কী পদক্ষেপ নেওয়া হবে সে ব্যাপারে সুস্পষ্ট ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি। 

সোমবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

তিনি জানান, প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল চলছে। এই মিছিল থামানো জরুরি। যতদিন প্রশিক্ষিত চালক, ত্রুটিমুক্ত সড়ক, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ হবে না; ততদিন নিরাপদ সড়ক নিশ্চিত হবে না। যাত্রী সচেতনতা, ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে সড়কে মৃত্যুর মিছিল থামানো না গেলে নিরাপদ সড়ক দিবস পালনের মর্মার্থ নেই। তাই সড়ক দুর্ঘটনা ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পরিবহন মালিক, শ্রমিক, সরকার ও যাত্রী সাধারণের সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা আজ অত্যন্ত জরুরি।

বিবৃতিতে তিনি আরও বলেন, সদ্য অনুমোদিত সড়ক আইনে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব না রাখায় শুধু মালিক-শ্রমিকদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ সড়ককে আরও অনিরাপদ করে তুলবে। সড়কে হত্যা ও বিশৃঙ্খলা বন্ধ না হলে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ বাধাগ্রস্ত হবে বলে।