শাহজালালে কাতার এয়ারওয়েজের জরুরি অবতরণ

জরুরি অবতরণের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিউআর ৬৩৫ ফ্লাইটহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ বিমান জরুরি অবতরণ করেছে। সোমবার (২২ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে ল্যান্ডিং গিয়ারে সমস্যা হওয়ায় জরুরি অবতরণ করে বিমানটি। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জানা গেছে, কাতারের কিউআর ৬৩৫ ফ্লাইটটি ঢাকা থেকে তিনশ জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশে রাত ৮টার দিকে যাত্রা করে। উড্ডয়নের পর পেছনের বাম পাশের ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ না করায় ফের ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।
জরুরি অবতরণের আগে বিমানের ওজন কমাতে তেল কমান পাইলট। এজন্য আকাশে বেশ কিছু সময় উড্ডয়ন করে বিমানটি।
এ প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পর বিমানটির ল্যান্ডিং গিয়ারে সমস্যা ধরা পড়ে। ঢাকা থেকে ২৫ কিলোমিটার দূরে থাকায় পাইলট ঢাকা অবতরণের সিদ্ধান্ত নেন। জরুরি অবতরণের প্রস্তুতির অংশ হিসেবে আকাশে উড়ে তেল কমান পাইলট। কোনও ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি জরুরি অবতরণে সক্ষম হয়।
আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘বিমানটি চেক করা হচ্ছে। কোনও সমস্যা না থাকলে এ বিমানেই যাত্রীদের ফের নিয়ে যাওয়া হবে। না হলে কাতার এয়ারওয়েজের বিকল্প ব্যবস্থায় যাত্রীদের দোহারে নিয়ে যাওয়া হবে।