ব্যারিস্টার মইনুলের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল

যুব মহিলা লীগের ঝাড়ু মিছিল

একাত্তর টেলিভিশনের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তির দাবি জানিয়েছে যুব মহিলা লীগ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঝাড়ু হাতে সমাবেশ করে ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তির দাবি জানায় তারা। এ সময় মইনুল হোসেনের কুশপুত্তলিকায় আগুন এবং ঝাড়ু হাতে মিছিল করেন যুব মহিলা লীগের কর্মীরা।

ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা পোড়াচ্ছে যুব মহিলা লীগসমাবেশে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘‘গণমাধ্যমে সারা বিশ্বকে জানান দিয়ে অকথ্য ভাষায় মাসুদা ভাট্টিকে অপমান করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি এই অবমাননার মধ্য দিয়ে সমগ্র বাংলাদেশের নারী সমাজকে অপমান করেছেন। এই মইনুল হোসেন ওয়ান ইলেভেনের সময় ক্ষমতার লোভে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে গিয়ে বলেছিলেন, ‘আমরা চুনোপুঁটি ধরি না, রুই কাতলা ধরি ‘ সেই রুই কাতলা নিয়ে খেলা করতে গিয়ে তিনি চক্রান্ত করে দুবছর ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন। এই মইনুল হোসেন নিজের ভাইকে শায়েস্তা করার জন্য ইত্তেফাক অফিসে মানুষ হত্যা করেছেন। সেই হত্যা মামলাকে গায়েব করে দিয়েছিলেন। ’’

অপু উকিল আরও বলেন, ‘এই নারীলোভী, যারা অসৎভাবে ক্ষমতায় যাওয়ার জন্য চক্রান্ত করে, এই মানুষরূপী নরপশুদের বাংলাদেশের মাটিতে বিচার করার জন্য ঝাড়ু হাতে, জুতা হাতে যুব মহিলা লীগের কর্মীরা প্রস্তুত রয়েছেন।’

সমাবেশের পর ব্যারিস্টার মইনুল হোসেনের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এরপর ঝাড়ু হাতে একটি মিছিল করে যুব মহিলা লীগ।