ইসলামী দল হিসেবে নির্বাচনকে প্রভাবিত করতে পারি: মুফতি ফয়জুল্লাহ

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ‘ইসলামী দলগুলো ভোটের মাধ্যমে দল গঠন করতে চায়, কিন্তু সে ভোটগুলো আমরা পাই না। তবে ইসলামী দল হিসেবে আমরা নির্বাচনকে প্রভাবিত করতে পারি।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘নির্বাচনের ঘণ্টা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে বৈঠকি শুরু হয়। রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আরও বলেন, ‘ইসলামী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয় তাহলে ইসলামী শক্তি আরও শক্তিশালী হবে। ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারাও নির্বাচন চায়।’

তিনি বলেন, ‘নিজের মধ্যে যদি তেজ তুফান না থাকে তাহলে এগিয়ে যাওয়া কঠিন।আমরা এখন পর্যন্ত এককভাবে আছি, এছাড়া যারা ইসলামী দল, যারা কাজ করে যাচ্ছে তাদেরকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। এগিয়ে যেতে চাই।’

এটিএন নিউজে বৈঠকের সরাসরি সম্প্রচার ছাড়াও বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও অনুষ্ঠানটি লাইভ দেখা যাচ্ছে।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক কাজী মারুফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক আশিষ সৈকত ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম।