চবিতে সংঘর্ষের ঘটনায় পাল্টা মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় পাল্টা আরও একটি মামলা দায়ের করেছে ছাত্রলীগের অন্য একটি পক্ষ। শনিবার (৩ নভেম্বর) রাত এগারোটায় আবু হেনা রনি বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন।




মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটাহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আরো একটি মামলা হয়েছে। এতে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিন/চার জনকে আসামি করা হয়েছে। দুইটি মামলারই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আসামিরা হলেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নাহিয়ান, সমাজতত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আল আমিন ভূইয়া, লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইমরান হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কনক সরকার, পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের পিয়াস সরকার, আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মির্জা খবির সাদাফ, সমাজতত্ব বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬শিক্ষাবর্ষের প্রান্ত মল্লিক, সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সন্দ্বিপ বিশ্বাস, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোহন খান, আরবি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অলিউল্লাহ।
এর আগে বিকেলে একই ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করে ছাত্রলীগের একাংশ।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের দুই গ্রুপ ‘সিএফসি’ ও ‘সিক্সটি নাইন’। রাতভর চলা এই সংঘর্ষে আহত হন উভয় গ্রুপের ১১ নেতাকর্মী।