লিট ফেস্টের সন্ধ্যায় আলো ছড়ালো রবীন্দ্রনাথের গান




45739787_302843596989581_6447508023177904128_nসূর্য ডোবার পরপরই মিটি মিটি বৈদ্যুতিক আলোয় ছেয়ে যায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ। গিটারের টুংটাং শব্দ অনুসরণ করে শতবর্ষী বট গাছের নিচে বাড়তে থাকে দর্শক সমাগম। শিল্পী ফারহীন খান জয়িতার তাদের সুরের বাঁধনে বাঁধেন।
‘তুমি যে সুরের আগুন’ দিয়ে শুরু করেন জয়িতা। একে একে রবীন্দ্রনাথের ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘মম চিত্তে’, ‘ যদি তোর ডাক শুনে কেউ না’ গানগুলোতে মশগুল হন দর্শক-শ্রোতা। জয়িতার সঙ্গে সুর মিলিয়ে অনেক শ্রোতাই গুনগুন করেন।
দর্শকদের অনুরোধও রক্ষা করেন জয়িতা। তাদের পছন্দের গান শোনান। এছাড়া তিনি শচীন দেব বর্মণের দুটি গান ‘মন দিল না বধূ’এবং ‘বর্ণে গন্ধে’ পরিবেশন করেন।
জয়িতার সঙ্গে পার্কেশনে ছিলেন রাফি হক অন্তর, গিটারে ছিলেন মেহেদী হাসান তামজিদ ও আহনাফ খান অনিক।
শিল্পী জয়িতা স্বনামধন্য রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হকের মেয়ে।