পশ্চিমের চোখে প্রাচ্যের পুরাণ ও রূপকথা

ঢাকা লিট ফেস্টের প্রথম দিনের বিকালের সেশনে বাংলা একাডেমির কসমিক টেন্টে আলোচনা করা হয় পুরাণ ও রূপকথা নিয়ে। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, শিক্ষাবিদ ও অনুবাদক কায়সার হক এবং ব্রিটিশ লেখক ও গল্পকথক স্যালি পমি ক্লাইটন। আলোচনাটি সঞ্চালনা করেন সুমন রহমান।

sumon rahman
রূপকথা ও পুরাণের মধ্যে পার্থক্য কী? কায়সার হক বলেন, ‘মিথ ও রূপকথা আমাদের সংস্কৃতির অংশ। সাধারণ মানুষের গল্প থেকেই মিথ তৈরি হয়।’
পমি ক্লাইটন বলেন, ‘গঠনমূলক পার্থক্য থাকলেও পুরাণ ও রূপকথার মিল আছে। রূপকথায় প্রথমে কিছু হারিয়ে যায়, পরবর্তীতে তা আবার পাওয়া যায়। রূপকথা অনেকটা কবিতার মতো। গঠন শেষ হয় না। এটা খণ্ডিত।’
কায়সার হক মনসা মঙ্গলের বিবর্তন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ‘‘মনসা মঙ্গলের অনেকগুলো সংস্করণ থাকলেও এর মধ্যে সার্বজনীনতা রয়েছে। মনসা মঙ্গলের মধ্যে পুরাণের ছাপ থাকলেও এর মধ্যে রূপকথার ছাপও রয়েছে।’