কান পাতবে সবাই আজ ‘জেমকন সাহিত্য পুরস্কার - ২০১৮’ ঘোষণায়




SAZZ3172ঢাকা লিট ফেস্টের আয়োজনে সব বয়সী সবাইকে সংযুক্ত করার প্রয়াস থাকে আন্তরিকভাবে। এ কারণে এই উৎসবের প্রতিদিনের অনুষ্ঠানসূচি সাজানো হয় সেই আলোকেই। আজ বাৎসরিক এ আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার থাকছে শিশু-কিশোরদের জন্য একাধিক অনুষ্ঠান। এ ছাড়া অন্যান্য আয়োজন তো থাকছেই।
তবে সব কিছু ছাপিয়ে আজকের দিনের ‘ফোকাস’ হয়ে উঠবে জেমকন সাহিত্য পুরস্কার - ২০১৮ ঘোষণা।
ঢাকা লিট ফেস্টের তিন দিন সাজানো হয়েছে ৯০টির বেশি সেশন দিয়ে। শুধু সাহিত্য নয়, আর্ট, ফটোগ্রাফি, ফিল্ম— সব কিছুরই প্রদর্শনী থাকছে।
বরাবরের মতো দেশ-বিদেশের দুই শতাধিক সাহিত্যিক, অভিনেতা, রাজনীতিক, গবেষক, সাংবাদিক এসব সেশনে অংশ নিচ্ছেন।
ঢাকা লিট ফেস্টের আয়োজন তিন দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর ব্যাপ্তি ছড়িয়েছে বছরজুড়ে। লিট ফেস্টকে সামনে রেখে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য অনুবাদ নিয়ে কাজ করছে লাইব্রেরি অব বাংলাদেশ।