ডিআরইউ’র গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব আহ্বান




ডিআরইউ লোগোঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের কাছ থেকে সংগঠনটির গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব আহ্বান করা হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির দফতর সম্পাদক মো. জেহাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের যেকোনও সদস্য সংগঠনের স্বার্থে গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব করতে পারবেন। গঠনতন্ত্রের ১৯ (ক) ধারা অনুযায়ী, গঠনতন্ত্রের সংশোধনীর জন্য আনা প্রস্তাব বার্ষিক সাধারণ সভার ১৫ (পনের) দিন আগে কার্যনির্বাহী কমিটির কাছে জমা দিতে হবে।

সে অনুযায়ী বর্তমান গঠনতন্ত্রের কোনও সংশোধনী প্রস্তাব থাকলে ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে ডিআরইউ কার্যালয়ে জমা দেওয়ার জন্য সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ডিআরইউ কার্যালয় থেকে সদস্যরা গঠনতন্ত্রের কপি সংগ্রহ করতে পারবেন।