‘কবিরা জাতির দুঃসময়ে সোজা হয়ে দাঁড়ান’



_71A8842ঢাকা লিট ফেস্টের শেষ দিন শুক্রবারের প্রথমার্ধে ছিল ‘সেভেন্টিওয়ান পোয়েমস’ সেশন। আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা কবিতার সংকলন— ‘পিস অ্যান্ড হারমনি: সেভেন্টিওয়ান পোয়েমস ডেডিকেটেড টু শেখ হাসিনা’।
এ আলোচনায় যোগ দেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, কবি মোহাম্মদ সামাদ, কবি কামাল চৌধুরী, আবুল আজাদ, সংকলনের সম্পাদক আহমেদ রেজা, সংকলনের ইংরেজি অনুবাদক আনিস মুহাম্মদ প্রমুখ। সংকলনটি প্রকাশ করেছে ‘গল্পকার’ প্রকাশনী।
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘কবিতা সবাইকে নিয়ে লেখা যায় না, সব বিষয় নিয়েও লেখা যায় না। কিন্তু পদ্য লেখা যায়। পদ্যে শব্দের অর্থ আক্ষরিক নয়, কিন্তু কবিতায় শব্দের অর্থ আক্ষরিক। বঙ্গবন্ধুর জীবদ্দশায়ও কবিতা লেখা হয়েছে তাকে নিয়ে। বঙ্গবন্ধু হত্যার পর যখন তার নাম উচ্চারণ নিষিদ্ধ ছিল তখনও একজন কবি তাকে নিয়ে কবিতা লিখেছেন। তিনি হচ্ছেন নির্মলেন্দু গুণ। সুতরাং আমাদের দেশের কবিদের নিয়ে যতই হাসি-ঠাট্টা,-তামাশা করি না কেন, আমাদের দেশের কবিরা জাতির দুঃসময়ে সোজা হয়ে দাঁড়ান।’
শেখ হাসিনাকে নিয়ে কবিতা রচনা ও সেটির সংকলন প্রকাশকে তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কবিতা পড়ে শোনানো হয়।