বাংলাদেশ চেইন ইন্ডাস্ট্রিজ মালিকের তিন বছরের কারাদণ্ড

আদালত

বাংলাদেশ চেইন ইন্ডাস্ট্রিজ মালিক রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি ব্যাংকের অনুমতি ছাড়া বন্ধকি সম্পত্তি বিক্রির অভিযোগে  তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ নভেম্বর)  ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকার অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডেরও আদেশ দেন আদালত।

দুদকের কোর্ট পরিদর্শক আশিকুর রহমান  বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

তিনি বলেন, আসামি রফিকুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে হাজির না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও জরিমানার টাকা আদায়ের জন্য লেভি পরোয়ানা ইস্যুর আদেশ দেন।

আসামির বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশ চেইন ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠান স্থাপনের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক  নরসিংদীর শিবপুর শাখা থেকে ঋণ গ্রহণ করেন রফিকুল ইসলাম। ঋণ নেওয়ার সময় ব্যাংকে জামানত হিসেবে তার নিজ নামে থাকা ঢাকার ডেমরা মাতুয়াইলের জমিটি বন্ধক রাখেন। কিন্তু, পরে ওই ব্যাংকের অনুমতি ছাড়াই বন্ধকে থাকা জমিটি তার মেয়ে ও মেয়ের জামাইকে এওয়াজ দলিল মূলে হস্তান্তর করেন, যা ব্যাংকের সঙ্গে বন্ধকের শর্তের স্পষ্ট লঙ্ঘন। এ ঘটনা জানতে পেরে ২০১১ সালের ৩০ মে শিবপুর থানায় কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক ম্যানেজার আতাউর রহমান মামলা দায়ের করেন।

২০১৬ সালের ২০ এপ্রিল দুদকের উপ সহকারী পরিচালক খন্দকার নিলুফা জাহান রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।