যুবলীগ নেতা তুহিনের জামিন

আরিফুর রহমান তুহিন

মোহাম্মদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সহিংসতায় দুই পথচারী নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি আদাবর থানা যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান তুহিনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর)  এ   মামলার তদন্ত কর্মকর্তা  মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মুকুল ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তুহিনকে আদালতে হাজির করেন।

পরে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আসামির রিমান্ডের আবেদন নামঞ্জুর করে জামিনের আদেশ দেন।

এর আগে শনিবার (৯ নভেম্বর) মোহাম্মদপুর থানায় নিহত আরিফের বাবা নুরুল আমিন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

প্রসঙ্গত, শনিবার ( ৯ নভেম্বর) মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এলাকায়  আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাদেক খানের সমর্থকদের  মধ্যে  সংঘর্ষ  ঘটে। এতে সুজন (১৮) ও আরিফ (২০) নামে দুই পথচারী পিকআপের চাপায় আহত হন। পরে সুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং আরিফকে  সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।