ইরান থেকে দেশে ফিরলেন পাচারের শিকার ১২ যুবক

single pic template-1 copyইউরোপের প্রলোভন দেখিয়ে তুরস্ক নিয়ে যাওয়ার সময় ইরানে আটক ১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। রবিবার (১১ নভেম্বর) সকালে ইরান থেকে শারজাহ হয়ে এয়ার অ্যারাবিয়া’র একটি ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফিরে আসা কর্মীরা জানান, ইউরোপে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে দালালরা তাদের ইরানে নিয়ে যায়। এরপর ইরান পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলখানায় থাকার পর দেশে ফিরেন তারা।
দেশ ফেরত আসাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের মো. মোশারিন মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী, আলামিন মিয়া, শহিদ মিয়া ঠাকুর। এছাড়া রয়েছেন পাবনার তিনজন, রাজবাড়ীর দুইজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন, টাঙ্গাইলের একজন এবং নরসিংদীর একজন।
বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ বলেন, তাদের তুরস্ক দিয়ে ইউরোপে পাচারের চেষ্টা করা হয়েছিল। তারা দীর্ঘদিন জেলে থাকার পর আজ দেশে ফিরেছেন।