দুদকের মামলায় ৫ বছরে অভিযুক্তদের ৭১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত

দুদক
গত পাঁচ বছরে (২০১৩-২০১৭) দুর্নীতি দমন কমিশন (দুদক)- এর মামলায় অভিযুক্তদের মালিকানাধীন ৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলার বা ৭১ কোটি ৫০ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।  আর জরিমানা হয়েছে ২৫ দশমিক ২৯ মিলিয়ন ডলার। অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ‘দ্য ইমপ্লিমেন্টেশন রিভিউ গ্রুপ’র নবম সেশনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য জানান।

দুদক চেয়ারম্যান এসময় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটার অ্যাক্ট-২০১২ সহ বিভিন্ন আইন, বিধি-বিধান ও বিচারিক প্রক্রিয়ার সংস্কারের কথাও উল্লেখ করেন ।

ইকবাল মাহমুদ জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দুদক ১৮৯টি মামলা দায়ের করেছে। একই সময়ে ২২৩টি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। 

তিনি জানান, ২০১১ সালে দুদকের মামলায় বিচারিক আদালতে সাজার হার ছিল ২০ শতাংশ। ২০১৭ সালে তা ৬৮ শতাংশে উন্নীত হয়েছে। আর মানিলন্ডারিং মামলার ক্ষেত্রে সাজার হার শতভাগ। ২০১৫ সালের জানুয়ারি থেকে এ বছরের অক্টোবর পর্যন্ত ২৩টি মানিলন্ডারিং মামলার প্রতিটিতেই আসামিদের সাজা হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার (১২ নভেম্বর)  অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘ দুর্নীতিবিরোধী কনভেনশনের ‘দ্য ইমপ্লিমেন্টেশন রিভিউ গ্রুপের নবম সেশন শুরু হয়েছে, যা  আগামী শুক্রবার  (১৬ নভেম্বর) পর্যন্ত  চলবে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছেন।