বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলার মামলায় গ্রেফতার ৩




নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামেন পুলিশের গাড়ি ভাঙচুর (ছবি:সংগৃহীত )পুলিশের ওপর হামলা ও গাড়িতের আগুন দেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব বিভাগ)। গ্রেফতারকৃতরা হলো সোহাগ, রবিন ও মাহবুব। তাদের রবিবার দিনের বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।
 মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছিল। যার ছবি ও ফুটেজ ইতোমধ্যে বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। তারা প্রত্যেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত।
এরআগে, রাস্তা ফাঁকা করাকে কেন্দ্র করে বুধবার (১৪ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া কার্যালয়ের পাশে থাকা পুলিশের দু’টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে।
মামলাগুলো বর্তমানে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব বিভাগ)।