রাজধানীতে হরিণের শিং-খুলি উদ্ধার, কারাদণ্ড





৪৪৪৪রাজধানীর দোয়েল চত্বর এলাকার বাংলাদেশ হ্যান্ডিক্রাফটস দোকান থেকে হরিণের ৮টি শিং এবং মাথার খুলিসহ ৩টি শিং উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-৩-এর যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউছুল আজম।
অভিযানে বন্যপ্রাণির অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ করার দায়ে একজনকে ছয় মাসের কারাদণ্ডসহ দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহযোগিতায় আমরা সেখানে অভিযান চালাই। অভিযানে ৮টি হরিণের শিং এবং ৩টি খুলিসহ শিং উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই ব্যবসায়ীর জরিমানা ও একজনকে করাদণ্ড দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, একশ্রেণির অসাধু ব্যক্তি দেশের বিভিন্ন অঞ্চল থেকে হরিণ শিকার করে শিং ও ট্রফি বিক্রি করে। ঢাকার সৌখিন মানুষ এগুলো পছন্দ করে থাকে। কিন্তু এগুলো রাখা দণ্ডনীয় অপরাধ।