এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় তদন্তে ১১ কমিটি





এসএসসি পরীক্ষা (ফাইল ছবি)এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ তদন্তে নামছে ১১টি কমিটি। এসব কমিটি জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে অতিরিক্ত ফি ফেরত দেওয়ার ব্যবস্থা নেবে। তদন্ত কমিটিগুলোকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এসব কমিটি গঠন করেছে। প্রতি কমিটিতে তিনজন করে সদস্য রয়েছে। রাজধানীকে ১১টি অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলের জন্য একটি করে কমিটি গঠন করা হয়েছে।
রাজধানীর মিরপুর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান তদন্তের জন্য মাউশির উপপরিচালক (এইচআরএম) মো. নাসির উদ্দিনকে প্রধান করে একটি, বৃহত্তর খিলগাঁও-রামপুরা অঞ্চলের জন্য উপপরিচালক (বিশেষ) সৈয়দ মঈনুল হোসেনকে প্রধান করে একটি, বৃহত্তর তেজগাঁও অঞ্চলের জন্য শহীদ মুন মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচন্দ্র মন্ডলকে প্রধান করে একটি, বৃহত্তর লালবাগ অঞ্চলের তদন্তের জন্য মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক উইং) মো. সবুজ আলমকে প্রধান করে একটি, উত্তরা-খিলক্ষেত অঞ্চলের জন্য মাউশির আইন কর্মকর্তা মুহ. আবুল কাশেমকে প্রধান করে একটি, রমনা-মতিঝিল অঞ্চলের জন্য গভ. ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেককে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া মোহাম্মদপুর-শেরেবাংলা নগর অঞ্চলের জন্য শেরেবাংলা নগর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুর রহমানকে প্রধান করে একটি, কোতোয়ালী-সূত্রাপুর অঞ্চলের জন্য নবাবপুর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানাকে প্রধান করে একটি, ধানমন্ডি অঞ্চলের জন্য মাউশির সহকরী পরিচালক (শা. শি.) মো. আব্দুস সালামকে প্রধান করে একটি, গুলশান-বনানী অঞ্চলের জন্য মাউশির সহকারী পরিচালক (শা. শি) মোহাম্মদ মাজাহারুল হক মাসুদকে প্রধান করে একটি এবং ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চলের জন্য মাউশির আইন কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে প্রয়োজনীয় ব্যাস্থা নেওয়ার নির্দেশ দেয়।
এছাড়া সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিরা দেখা করতে গেলে অতিরিক্ত ফি নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। আদায় করা অতিরিক্ত ফি অভিভাবকদের ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।