মিলন দিবস উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী

শহীদ ডা. মিলনআজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালে এরশাদ বিরোধী অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হন। দিবসটি উপলক্ষে সোমবার (২৬ নভেম্বর) গণমাধমে এক বাণী পাঠিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাণীতে তিনি বলেন, ‘শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে—আমি ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম মিলনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।’

মির্জা ফখরুর ওই বাণীতে আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ মিলন পালন করেছিলেন অকুতোভয় সৈনিকের ভূমিকা। তাঁর আত্মদানের মধ্য দিয়ে নয় বছরের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়। স্বৈরাচার হটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা ছিলো তাঁর দৃঢ় প্রতিজ্ঞা। বুকের রক্ত ঢেলে তিনি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন।’