বংশালে বিদুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

বিদ্যুৎস্পৃষ্টরাজধানীর বংশালের আগামাছি লেন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে সন্ধ্যা ৫টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমরানের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। নির্মাণাধীন ওই ভবনেই থাকতো সে।

ইমরানের সহকর্মী মো. জলিল জানান, নাজিরা বাজার বড় মসজিদ সংলগ্ন একটি ১০ তলা নির্মাণাধীন ভবনের চার তলায় কাজ করছিলো তারা। বিকালে ইমরান কাজের ফাঁকে ভবনের নিচে নামে। এর কিছুক্ষণ পর অন্য সহকর্মীরা দেখে, নিচ তলায় বিদ্যুতের মোটরের পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে ইমরান। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।