রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

 

 

বিদ্যুৎস্পৃষ্টরাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডে একটি ভবনের তৃতীয় তলায় সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদুৎস্পৃষ্টে শাহআলম (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।

শাহআলমের গ্রামের বাড়ি বরিশাল। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন।

শাহআলমের সহকর্মী মো. ফারুক জানান, বিকালে উত্তরার জসিম উদ্দিন সড়কে একটি ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন শাহআলম। এ সময় একটি হাইভোল্টেজ তারের সঙ্গে লেগে বিদুৎস্পষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।