প্রার্থিতা ফিরে পেতে বিএনপি নেতা দুলু ও ডা. জাহিদের রিট

রুহুল কুদ্দুস দুলু ও ডা. জাহিদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু হাইকোর্টে রিট দায়ের করেছেন।

রবিবার (৯ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারা পৃথক দুটি রিট  দায়ের করেন। আদালতে বিএনপি নেতাদের আবেদনের পক্ষে ব্যারিস্টার আমিনুল হক ও জয়নুল আবেদীন শুনানি করবেন।

এর আগে জাহিদ হোসেন ময়মনসিংহ-৪ এবং রুহুল কুদ্দুস নাটোর-২ আসন থেকে জাতীয় নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তাদের  মনোনয়নপত্র বাতিল করে। এরপর কমিশনে আপিল করার মাধ্যমে প্রা্থিতা ফিরে পাওয়ার আবেদন করলেও ইসি থেকে তারা কোনও সাড়া পাননি। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।