হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

হিরো আলম (ছবি: সংগৃহীত)নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মনোনয়নপত্র বাতিল করে দেওয়া আদেশ স্থগিত করে বগুড়ার হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হিরো আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাওছার আলী।

এর আগে, গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম। আপিল শুনানি শেষে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও তার মনোনয়ন অবৈধ ঘোষণার পক্ষে আদেশ দেন। এরপর গত ৯ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

বগুড়া প্রতিনিধি জানান, প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলম বলেছেন, তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। অনেক লড়াই করে তিনি মনোনয়ন ফিরে পেয়েছেন। এ জন্য তিনি মিডিয়াকর্মী, তার আসনের ভোটারসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা করেন, ভোটে ভালো ফলাফল করবেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পরবর্তী সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা