একসঙ্গে জন্ম নেওয়া চার সন্তানের তিনজনকে নিয়ে বাড়ি ফিরলেন মা-বাবা


nonameগত ৫ ডিসেম্বর এক মায়ের গর্ভে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিন জনকে নিয়ে বাড়ি ফিরেছেন এক মা-বাবা। মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হলে মা রেখা খাতুন ও বাবা ইমরান হোসেন তিন সন্তানকে নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি এক নবজাতক হাসপাতালে থাকা অবস্থায় মারা যায়।
মঙ্গলবার বিকালে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নিউন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের (এনআইসিইউ) শিশুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তার তাদের ছাড়পত্র দেওয়ার কথা নিশ্চিত করেন।

হাসপাতালটির কাস্টমার কেয়ার বিভাগ থেকে জানানো হয়, গত ৫ ডিসেম্বর বিকালে মুন্সিগঞ্জের ইমরান হোসেনের স্ত্রী রেখা হাসপাতালটির গাইনি বিভাগে ভর্তি হন। ‌ওই দিন রাত বারোটার দিকে রেখাকে অস্ত্রোপ্রচার করেন ডা. রোজিনা আক্তার ও তার দল। এসময় রেখা চারটি সন্তান প্রসব করেন।  ৩১ সপ্তাহ ৫ দিনে এই অপূর্ণাঙ্গ শারীরিক গঠন নিয়ে জন্মায় তিনটি কন্যা ও একটি ছেলে সন্তান।  লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার (১০ ডিসেম্বর) মারা যায় ছেলে নবজাতকটি।

প্রসঙ্গত, চলতি বছর ২১ মে এই হাসপাতালে সনিয়া আক্তার নামে একজনের গর্ভে চারটি ও ও ২২ মে সুইটি খাতুন নামে অপর একজনের গর্ভে তিন নবজাতক জন্মগ্রহণ করে। এছাড়া গত জুলাই মাসে আরও এক প্রসূতি তিনটি সন্তান (ট্রিপলেট) জন্ম দেন।