বিটিআরসি চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি ওলামা লীগের

জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগের মানববন্ধনবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি নাস্তিকদের সহযোগিতা করছে অভিযোগ করে সংস্থাটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ। শনিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানান ওলামা লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ। ওলামা লীগসহ সমমনা ১৩টি দলের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে লিখিত বক্তব্যে আবুল হাসান শেখ বলেন, ‘ইসলামি বিদ্বেষী ব্লগ https://www.nastikya.com/, https://blog.muktomona.com/ ও https://www.dhormockery.com সহ আরও কিছু ওয়েবসাইট হাইকোর্ট থেকে বন্ধের নির্দেশ আসা সত্ত্বেও, বিটিআরসি ব্যবস্থা নেয়নি। তাই বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। নাস্তিকবাদীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বছরের পর বছর ইসলাম ধর্মের অবমাননা করে যাচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিটিআরসি তাদের সহযোগিতা করছে।’

মানববন্ধনে অন্যরা বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগের পোস্টারের শীর্ষে লেখা ছিল ‘মহান আল্লাহ পাক তিনি সর্বশক্তিমান’। এই লেখার মাধ্যমে দলটি ৯৮ ভাগ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়েছে। এবারও একইভাবে সম্মান জানানো হয়েছে। এবারের নির্বাচনে বিজয়ী হলে আওয়মী লীগ সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অনুচ্ছেদটি প্রতিস্থাপন করবে বলে আমরা আশা করি। তাই এবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

বক্তারা আরও বলেন, ফ্লাইওভার, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে রাজধানীর যানজট নিরসন সহজ হবে না। বরং ঢাকার পরিবর্তে জেলাপর্যায়ে অফিস-আদালত, গার্মেন্টস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন কর্মক্ষেত্র বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রতিটি জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শহর ঢাকাকে অবিলম্বে বিকেন্দ্রীকরণ জরুরি।

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ১৩টি দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা আকতার হুসাইন বুখারী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, আয়োজক সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, দফতার সম্পাদক মাসুম বিল্লাহ নাফেয়ী প্রমুখ।