‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ছবি)

২০১৯ সালের ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সারাদেশে একযোগে দিবসটি পালন করা হবে। এদিন দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ সাক্ষরিত পাঠ্যপুস্তক উৎসব দিবস আয়োজনের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ, ওই দিন রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৯টায় শিক্ষামন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।