জরুরিভিত্তিতে পাসপোর্ট দিচ্ছে আবুধাবি দূতাবাস

পাসপোর্টআগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার (ইউএই) ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা। এ পটভূমিতে শেষ দিকে সেবাপ্রত্যাশীদের কিছু পাসপোর্ট দেশ থেকে জরুরিভিত্তিতে দূতাবাসে আনা হয়েছে।
আবুধাবি দূতাবাস সূত্র জানায়, ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের পরেও ওই পাসপোর্টগুলো বিতরণ করা হবে। প্রয়োজনীয় কাগজসহ দূতাবাসে এসে অবৈধ অভিবাসীদের পাসপোর্ট সংগ্রহ করতে অনুরোধ জানান রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান। আমিরাতে অবৈধ অভিবাসীদের মধ্যে যারা ডেমো ও পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতায় এখনও পাসপোর্ট হাতে পাননি কিন্তু বৈধ হতে চান, তাদের আগামী শনিবার ( সকাল ১০টা থেকে দুপুর ১২টা) দুবাই কনস্যুলেট ও আবুধাবি দূতাবাসে যাওয়ার অনুরোধ করা হয়েছে।