পিপলস লিজিংয়ের সাবেক নির্বাহী পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা





দুদকপ্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক নির্বাহী পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহষ্পতিবার (৩ জানুয়ারি) রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। মামলার আসামিরা হলেন পিপলস লিজিংয়ের সাবেক নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন, সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায়, তার স্ত্রী শিল্পী রানী রায় ও ছেলে রনবীর কুমার রায় এবং ব্যবসায় প্রতিষ্ঠান মেসার্স সান কাট বিজনেস লিমিটেডের রনবীর কুমার রায়। দন্ডবিধির ৪২০/৪০৯/১০৯ এবং ১৯৮৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে ঋণ চুক্তিপত্রের শর্ত ভঙ্গ এবং পরস্পর যোগসাজশে কোন জামানত ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানকে ঋন মঞ্জুর ও বিতরণের অভিযোগ আনা হয়েছে।