‘রাস্তায় ময়লা না ফেলার প্রতিজ্ঞা করতে হবে’

    আতিকুল ইসলামপরিচ্ছন্ন নগরী ও দেশ গড়ার জন্য নাগরিকদের মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা বিদেশ গেলে রাস্তায় ময়লা ফেলি না। কিন্তু দেশে আসলে কেন সেই অভ্যাস চালু রাখতে পারি না? আসলে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। রাস্তায় যাতে কোনও ময়লা না ফেলি সে জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে।’

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাজধানীর বনানী বাস স্ট্যান্ডে ‘আমরা যদি শুরু করি, বদলে যাবে ঢাকার ছবি’ শীর্ষক এক পরিচ্ছন্ন ঢাকা গড়ার কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের নিজস্ব আঙিনা যেমন পরিষ্কারের দায়িত্ব আমাদের, ঠিক এই শহর পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব। আমরা আমাদের বাসস্থানের মতো এই শহরকে ভালোবাসবো। এজন্য আমাদেরকে কাজ করতে হবে।’

সুন্দর শহরের বার্তা দিয়ে দেওয়ালে আঁকছেন শিল্পীরাতিনি আরও বলেন, ‘আইএম বাংলাদেশ। মানে আমিই বাংলাদেশ। বাংলাদেশ তার প্রতিটি নাগরিকের দিকে চেয়ে আছে। আমরা চাই ছিহ্নমূলের আবাসনের ব্যবস্থা হোক, পাতাল রেল হোক। আমরা আমাদের শহরকে কেমন চাই তার চিত্র আজ দেওয়ালের মধ্যে অঙ্কন করে শিল্পীরা দেখিয়ে দিচ্ছেন। আমার শহর আমার দেশ, গড়বো মোরা বাংলাদেশ।’

অনুষ্ঠানে এফবিসিসিআই’র সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আইএম বাংলাদেশ। তাই আমাদেরকে দেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

সুন্দর শহরের বার্তা দিয়ে দেওয়ালে আঁকছেন শিল্পীরা (ছবি- সাজ্জাদ হোসেন)অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা রিয়াজ বলেন, এই শহর আমাদের শহর। তাই শহরকে ভালোবাসতে হবে। আমরা প্রতিটি নাগরিক যদি শহর পরিচ্ছন্নতায় কাজ করি তাহলে আমাদের শহর পরিচ্ছন্ন থাকবে।

পরে ওই এলাকার সড়কের পাশের বিভিন্ন দেওয়ালে বাসযোগ্য ঢাকার বিভিন্ন চিত্র অঙ্কণ করা হয়।