আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের ‘সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক মতবিনিময়

১১

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক বিশেষ মতবিনিময় সভা। শুক্রবার (৪ ডিসেম্বর) আমিরাতের আল আইনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রায় শ’খানের প্রবাসী শিক্ষার্থী। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাাপাশি দেশের ভাবমূর্তি বৃদ্ধি ও জাতি গঠনে তাদের ভূমিকা নিয়ে কথা বলেন।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে একটি গাইড লাইনের বার্তা পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে। ফলাফল হিসেবে তারা স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখলে আরও বেশি শিক্ষার্থী এতে অংশগ্রহণের সুযোগ পাবে।’

২৩৩৩
এই আয়োজনের উদ্যোক্তা আমিরাতের এমএমআই ফার্ম হাউজের কর্ণধার মোহাম্মদ রাজা মালিক ও মিসেস মালিক। রাজা মালিক বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়। এই আয়োজনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে পারবে। আবার বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে নিজেদের ধারণা উপস্থাপন করতে পারবে।’