ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

এভাবেই কেটে নেওয়া হয়েছে রাস্তার পাশে থাকা অনেক গাছপটুয়াখালীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ যাবৎ চেয়ারম্যান মো.হুমায়ুন কবিরের লোকজন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মধ্যে থাকা সড়কের দু’পাশের গাছ কেটে নিচ্ছেন বলে জানায় স্থানীয়রা।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্মিত এ সড়কের দু’পাশে সারি করে মেহগনি ও আকাশমণি গাছ লাগানো হয়। কিন্তু গত এক সপ্তাহ যাবৎ আউলিয়াপুর ইউনিয়নের শরীফবাড়ী স্ট্যান্ড থেকে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত সড়কের দু’পাশের বেশ কিছু আকাশমণি ও মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে। চেয়ারম্যানের ভাতিজা হিসেবে পরিচিত বেল্লাল মৃধা এবং সোহেল মৃধার নেতৃত্বে এসব গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

কেটে নেওয়া হয়েছে গাছগাছ কাটার বিষয়ে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বাংলা ট্রিবিউনের বলেন, ‘কোনও সরকারি গাছ কেটে নেওয়ার সঙ্গে আমি জড়িত নই।’

সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, ‘কিছু গাছ স্থানীয় একটি স-মিল থেকে জব্দ করা হয়েছে। কাটা গাছের সংখ্যা নিরূপণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’